ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

ইতালিতে একদিনে সুস্থতায় রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ১৮ এপ্রিল ২০২০

বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করা মহামারি করোনা ভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে আতঙ্ক। হতাশায় দিন কাটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। তবে আশার খবর হলো, শুক্রবার রেকর্ডসংখ্যক দুই হাজার ৫৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এদিন (১৭ এপ্রিল) প্রাণ হারিয়েছে ৫৭৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭৪৫ জন। এদিন নতুন আক্রান্ত তিন হাজার ৪৯৩ জন।

দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা দুই হাজার ৮১২ জন, যা গত ২১ মার্চের পরে সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৫৬৩ জন। চিকিৎসাধীন এক লাখ ছয় হাজার ৯২৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৭২ হাজার ৪৩৪ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৭২৭ জন।

ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। শুক্রবার এ অঞ্চলে মারা গেছে ২৪৩ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৫১ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ১৩৫ জন। শুক্রবার মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৪১ জন। শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫৪ জন । মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ হাজার ৮৫০ জন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি