ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে মৃত্যু ১৫ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১৮ এপ্রিল ২০২০

মহামারী করোনায় বিশ্বে মৃত্যুর মিছিল যেন থামছেই না, ইতোমধ্যেই দেড় লাখ ছাড়িয়েছে। এরমধ্যে শুধু যুক্তরাজ্যেই মারা গেছে ১৫ হাজার ৪৬৪ জন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে সেখানে আরও ৮৮৮ জন মারা গেছে। খবর বিবিসির।

যুক্তরাজ্যের হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিভাগ আজ শনিবার তাদের হালনাগাদকৃত হিসাবে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে প্রায় ৯শ জনের মৃত্যু হয়েছে। যাতে দেশটিতে করোনায় মৃতের মোট সংখ্যা গিয়ে ঠেকেছে ১৫ হাজার ৪৬৪ জনে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এটা শুধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যার হিসাব। এছাড়া কেয়ার হোম বাড়িতে মৃতের সংখ্যা এখানে নথিভূক্ত করা হয়নি। তাই প্রকৃত মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে।

দেশটি এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার মানুষের করোনা পরীক্ষা করেছে। এরমধ্যে করোনায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৭ জন। একদিনে করোনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৩৮৯ জনের। এরমধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫২৫।

করোনায় আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চীনে। এরপর মার্চের মাঝামাঝি থেকে বাড়তে শুরু করে মৃত্যু। এপ্রিলে এসে তা ভয়াবহ রূপ নেয়। যাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত এখন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ হাজার ২৮৯ জনের। আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১২ হাজার ৭১৯।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি