ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ২১ এপ্রিল ২০২০

ছবি-আল জাজিরা

ছবি-আল জাজিরা

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস ছড়িয়েছে সারাবিশ্বে। আক্রান্ত ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। বরং প্রতি মুহূর্তে বাড়ছে এ সংখ্যা। 

ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য মতে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আর এ মহামারীতে মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৩৬ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৬৪ হাজার ৮৫৪ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। স্পেনে ২০ হাজার ৮৫২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১০। আর  ইতালিতে মারা গেছে ২৪ হাজার ১১৪ জন। আর সেখানে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ২২৮ জন। আর ফ্রান্সে ২০ হাজার ২৬৫ জনের মৃত্যু এবং এক লাখ ৫৫ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনার রোগী শনাক্ত হয়। এরপর থেকে সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন; মৃত্যু হয়েছে ১০১ জনের। 

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি