করোনায় মারা গেছেন যুক্তরাজ্যের দুই জমজ বোন
প্রকাশিত : ০৮:৩০, ২৫ এপ্রিল ২০২০
যুক্তরাজ্যের দুই জমজ বোন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। তিন দিনের ব্যবধানে তাদের মৃত্যু হয়। প্রথমে গত মঙ্গলবার শিশুদের দেখভাল করা নার্স ক্যাটি ডেভিস (৩৭) সাউদাম্পটন জেনারেল হাসপাতালে মারা যান। তার জমজ বোন ইমা মারা গেছেন শুক্রবার (২৪ এপ্রিল)। জমজ দুই বোনের আরেক বোন জো। তার বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।
জো সংবাদমাধ্যমকে বলেন, তারা সব সময় বলতো একসঙ্গে পৃথিবীতে এসেছি, একসঙ্গেই আবার চলে যেতে চাই।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত সাড়ে ১৯ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ। বিশ্বে মৃত্যু ১ লাখ ৯৫ হাজারের বেশি, আক্রান্ত ছাড়িয়েছে ২৮ লাখ।
এসএ/