ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

২০ হাজার ছাড়াল যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ২৬ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে নতুন করে আরও ৮১৩ জন মারা গেছে। এতে করে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ তথ্য প্রকাশ করে বিষয়টিকে ‘নজিরবিহীন দুঃখজনক’ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত মাসে যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স বলেছিলেন, মৃত্যুর সংখ্যা ২০ হাজারের নিচে রাখতে পারলে যুক্তরাজ্যের জন্য ভালো একটি অর্জন হবে। কিন্তু তার এ আশাবাদ মিথ্যা করে দেশটিতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৩৮১ জনে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল ৫১ দিন আগে। দেশটিতে এখন পর্যন্ত ১ রাখ ৪৯ হাজার ৫৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসটির আক্রমণ থেকে সুস্থ হয়েছেন মাত্র ৭৭৪ জন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনাভাইরাসে আক্রান্ত। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জনসন এখন অনেকটাই সুস্থ। আগামীকাল সোমবার তিনি তার কার্যালয় ডাউনিং স্ট্রিটে যোগদান করবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি