ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

দেশে ৩৭১ চিকিৎসক করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ২৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে সাধারণ মানুষ যেমন আক্রান্ত হচ্ছেন পাশাপাশি যারা রোগীদের সুস্থ করার কাজে নিয়োজিত সেসব চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছেন। এফডিএসআর জানায়, আজকে দিন পর্যন্ত ৩৭১ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ রোববার ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর) এ তথ্য জানায়।

তাদের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মোট ৩৭১ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক চিকিৎসক আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৩০৫ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

এছাড়া অন্যান্য বিভাগে যারা আক্রান্ত হয়েছেন- বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৫, সিলেটে ৫, খুলনায় ১০, রংপুরে তিন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ নামক একটি সংগঠনটি সারাদেশের চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরিসংখ্যান তুলে ধরছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি