ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হৃদরোগ ইনস্টিটিউটে ৩০ জন করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ২৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৯:৪৫, ২৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৩০ জন। এর মধ্যে ৮ জন রয়েছেন চিকিৎসক। এরই মধ্যে ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন নার্সকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের সহযোগী অধ্যাপক কাজল কুমার কর্মকার বলেন, এ হাসপাতালে রোগী থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ১০ জন রোগীর ধরা পড়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে শুরু করেন। 

তিনি বলেন, মঙ্গলবার একজন চিকিৎসকের পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে। এর আগে সাতজন চিকিৎসকের করোনা সংক্রমণ ধরা পড়ে।

গেল বুধবার এক রোগীর শরীরে করোনা ধরা পড়ার পর তার সংস্পর্শে আসা চিকিৎসকসহ অন্যদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এরপরই রিপোর্ট দেখে করোনার উপস্থিতি ধরা পড়ে।
 
বর্তমানে ১০৭ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন সেবিকা হোম কোয়ারেন্টিনে আছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি