ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১৬:২১, ২৯ এপ্রিল ২০২০

প্রায় ৫ হাজার নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত একদিনে ৬৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। একদিনে আক্রান্তের হারে এখন পর্যন্ত এ সংখ্যাটি সর্বোচ্চ। আর তাতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার। এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছে ৮ জন। 

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯৬৮টি। আগের দিন পরীক্ষা হয়েছিল ৪ হাজার ৩৩২টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা প্রায় ১৪ দশমিক ৬৮ শতাংশ বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, একদিনে ১১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড়শ জন। এছাড়া স্বাস্থ্য বাতায়ন থেকে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৩৬ লাখেরও বেশি মানুষ। এ সেবায় যুক্ত হয়েছেন আরও ১৮ জন চিকিৎসক।

এছাড়া ভর্তিকৃত রোগীর করোনা পরীক্ষায় শর্তসাপেক্ষে বেসরকারি ৩টি হাসপাতালকে নমুনা পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়।

এছাড়া সরকারকে সহযোগিতা করতে নারায়নগঞ্জে বেসরকারি উদ্যাগে পিসিআর ল্যাব স্থাপনের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি