ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘মক্কার বেশিরভাগ অধিবাসী করোনা সংক্রমিত হতে পারে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ১ মে ২০২০

সৌদি আরবের কয়েকটি মেডিকেল সূত্র বলেছে, পবিত্র মক্কা নগরীর বেশিরভাগ মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারে। এলোপাথাড়িভাবেপরীক্ষার পর তারা এই ইঙ্গিত দিয়েছেন। খবর মিডল ইস্ট আই ’র।

সৌদি আরবের শীর্ষ পর্যায়ের তিনজন জানিয়েছেন, পবিত্র মক্কা নগরীর ২০ লাখ অধিবাসীর শতকরা ৭০ ভাগ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। এ বক্তব্য থেকে মনে করা হচ্ছে যে, সৌদি সরকার করোনা ভাইরাসের সংক্রমণের ব্যাপারে যে তথ্য দিচ্ছে প্রকৃতপক্ষে এর বিস্তার আরও অনেক বেশি ঘটেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ২২ হাজার ৭৫৩ জন মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটিতে মারা গেছে ১৬২ জন এবং তিন হাজার ১৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

এপ্রিল মাসের প্রথম দিকে সৌদি স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছিলেন যে, করোনা ভাইরাসের সংক্রমণ আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। তার আগে ফেব্রুয়ারি মাসে বাদশাহ সালমান সতর্ক করে বলেছিলেন, সামনের দিনগুলোতে আরো অনেক বেশি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। করোনা ভাইরাসের কারণে এরই মধ্যে সৌদি আরবে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে তেলের মারাত্মক দরপতন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি