ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনাক্রান্ত ৬৭৭ পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ১ মে ২০২০ | আপডেট: ২৩:৩৮, ১ মে ২০২০

করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছেন পুলিশ সদস্যরা- সংগৃহীত

করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছেন পুলিশ সদস্যরা- সংগৃহীত

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে কাজ করছেন চিকিৎসক, পুলিশ, সেনা, নৌসহ বিভিন্ন বাহিনী, সাংবাদিক। দেশের এ ক্রান্তিকালে মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে এদের মধ্যে অনেকেই করোনাক্রান্ত হচ্ছেন। বর্তমানে সারাদেশ পুলিশের ৬৭৭ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্তদের বাইরে আরও ১ হাজার ২২৫ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে এবং ১৭৪ জন আইসোলেশনের আছেন।  

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৩২৮ জন।। গত ২৪ ঘণ্টায় পুলিশের ৬৮ জন সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট’র (আইউডিসিআর) তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৮ জন। তাদের মধ্যে ৬৭৭ জন (৮ শতাংশের বেশি) পুলিশ হওয়ায় একক পেশাজীবী হিসেবে তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।

গেল সপ্তাহে পুলিশে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। গত ২৩ এপ্রিল সারা দেশে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য ছিলেন ২১৮। তাদের মধ্যে ঢাকা মহানগরের ছিলেন ১১৭ জন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি