ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাশিয়ায় একদিনেই আক্রান্ত ১০ হাজার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৩ মে ২০২০

করোনার প্রকৃত রূপ দেখতে শুরু করেছে রাশিয়া। দেশটিতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্তের সারি। মৃতের সংখ্যা ততটা প্রকট না হলেও সামনে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

দেশটির সরকারের দেয়া তথ্যের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিশ্বের সর্ববৃহৎ দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬২৩ জন নাগরিক করোনায় সংক্রমিত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে পুতিনের দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২৪ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনেও রয়েছেন। 

সংক্রমণের তুলনায় ততটা প্রকপ হয়ে উঠেনি মৃত্যুর হার। গত এক সপ্তাহে গড়ে ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। যেখানে গত একদিনে প্রাণ ঝরেছে ৫৭ জনের। এতে করে না ফেরার দেশে দেশটির ১ হাজার ২২২ জন মানুষ। আর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা ১৫ হাজারের বেশি। 
 
চাপ বাড়ছে মস্কোর হাসপাতালগুলোতে। প্রতিদিনই রেকর্ড সংখ্যক আক্রান্ত হওয়ায় সংকটাবস্থা তৈরি হচ্ছে। আক্রান্তদের মধ্যে শুধু মস্কোতেই সাড়ে ৬২ হাজারের বেশি। 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ‘আগামী ১১ মে পর্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কাজ বন্ধ থাকবে। শ্রম ও স্বাধীনতা দিবস উৎযাপন পর্যন্ত স্থগিত বলবৎ থাকবে।’ 
এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি