ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতে ৪০ হাজারে পৌঁছলো আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৩ মে ২০২০

হু হু করে বাড়ছে ভারতে করোনাক্রান্তের সংখ্যা। একদিনে আবারও সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ এশিয়ার দেশটিতে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৯৮০ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে প্রাণ গেছে আরও ৮৩ জনের। যেখানে মোট প্রাণহানি বেড়ে হয়েছে ১ হাজার ৩২৩ জনে। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন প্রায় ১১ হাজার মানুষ। 

আক্রান্ত ও মৃত্যু দুটোতেই শীর্ষে মহারাষ্ট্র। যেখানে ১২ হাজার ২৯৬ জন সংক্রমিত হয়েছেন। প্রাণ গেছে ৭৯০ জনের। এরপরই গুজরাট। সেখানে ৫ হাজার ছাড়িয়েছে আক্রান্ত, না ফেরার দেশে ৩৩৩ জন। আর রাজধানী দিল্লিতে ৪ হাজার ১২২ জনের আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা ৩৮৪ জন। 

মমতার পশ্চিমবঙ্গে করোনা হানা দিয়েছে ৯২২ জনের দেহে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন। জন্মু-কাশ্মীরে আক্রান্ত ৬৬৬ জন। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। 

বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশটিতে আগামীকাল থেকে আবারও দুই সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে। তবে, কিছু কিছু ক্ষেত্রে শিথিল থাকবে কড়াকড়ি।  

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি