ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার ঢাকায় করোনায় চিকিৎসকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ৪ মে ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান।

রবিবার বিকাল ৩টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো দেশের দ্বিতীয় চিকিৎসক তিনি।

জানা যায়, রবিবার কাজ শেষে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসায় ফেরেন ড. মো. মনিরুজ্জামান। বিকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে এর ফল পজিটিভ আসে।

এর আগে, গত ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি