ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে মৃত্যু সাড়ে ৬৮ হাজার, আক্রান্ত ১২ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ৪ মে ২০২০

করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে কিছুটা কমেছে মৃতের সংখ্যা। তবে আপন গতিতেই ছুটছে আক্রান্তের হার। যার সংখ্যা ১২ লাখ ছুঁই ছুঁই করছে। 

বাংলাদেশ সময় সোমবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত বেড়ে পৌঁছেছে ১১ লাখ ৮৮ হাজার ১২২ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ১৫৪ জনের। যা গত দিনের তুলনায় কিছুটা কম। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৫৯৮ জনে দাঁড়িয়েছে।  যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। 

সংক্রমণ ছড়িয়ে পড়ার তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ প্রায় ৭৮ হাজার মানুষ। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আরও ১৬ হাজার ১৩৯ জন।

দেশটিতে প্রাণ হারাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। গত ৪৭ দিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে অন্তত ২৩০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্কেই ২০৮ ও নিউজার্সিতে ৮ জন। 

এদিকে, দেশটিতে জেকে বসা করোনার শক্তিশালী পয়েন্ট নিউইয়র্কে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যেখানে এখন পর্যন্ত ২৪ হাজার ৬৪৮ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ২৪ হাজার জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটি থাবায় ৭ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৩৮ জনে পৌঁছেছে।  

অন্যদিকে, গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে সৃষ্ট ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের ২১১টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মহামারি আকার ধারণ করা করোনায় সোমবার সকাল পর্যন্ত শিকার হয়েছেন ৩৫ লাখ ৬৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২ হাজার ৩১৮ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে। প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৪৮৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৪৮ হাজার ১৪৬ জনে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন।
এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি