ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাশিয়ায় আবারও সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ৪ মে ২০২০

করোনায় লণ্ডভণ্ড ইউরোপের পথেই এবার হাটতে শুরু করেছে পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়া। ইতালি, স্পেনে যখন কিছুটা নিয়ন্ত্রণে তখন গত তিনদিনে গড়ে ১০ হাজার করে মানুষ সংক্রমিত হয়েছে রাশিয়ায়।  

লাফিয়ে লাফিয়ে সংখ্যা বাড়ায় চিন্তায় পড়েছে পুতিন সরকার। তবে মৃত্যুর হার কম থাকায় এখনও আশার আলো দেখছে দেশটি। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৩৩ জনের শরীরে করোনা চিহ্নিত হয়েছে। এ নিয়ে সেখানে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জনে ঠেকেছে। মৃত্যু হয়েছে আরও ৫৮ জনের। যাতে মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা ১৬ হাজার ৬৩৯ জন।
 
আক্রান্ত হু হু করে বাড়তে থাকায় চাপ বাড়ছে মস্কোর হাসপাতালগুলোতে। আক্রান্তদের মধ্যে রাজধানী মস্কোতেই সাড়ে ৬৫ হাজারের বেশি মানুষ। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি