ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ৪ মে ২০২০

করোনায় সর্বোচ্চ মৃত্যুর দেশ যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন, সমীর চন্দ্র দেব ও কায়সার আহমদ। এ নিয়ে দেশটিতে ২৩১ প্রবাসী বাংলাদেশি প্রাণ হারালেন। যাদের বেশিরভাগই প্রবীণ। 

এর আগে গত ২৮ এপ্রিল দেশটিতে একদিনেই ১০ জনের মৃত্যু হয়। যাদের অধিকাংশই ছিল ষাটোর্ধ্ব।

সর্বোচ্চ ক্ষমতার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ১২২ জন। প্রাণহানি ঘটেছে ৬৮ হাজার ৫৯৮ জনের। যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। 

এর মধ্যে নিউইয়র্কে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যেখানে এখন পর্যন্ত ২৪ হাজার ৬৪৮ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ২৪ হাজার জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটি থাবায় ৭ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৩৮ জনে পৌঁছেছে।  

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি