ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢামেকের বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত, পুলিশ ফাঁড়ি লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৬, ৫ মে ২০২০

বাচ্চু মিয়া

বাচ্চু মিয়া

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচিত মুখ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত হওয়ায় আজ সোমবার রাতে পুলিশ ফাঁড়িটি লকডাউন করা হয়েছে। একইসঙ্গে সেখানে কর্মরত সব পুলিশ সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

জানা যায়, করোনার উপসর্গ দেখা দেয়ায় শনিবার বাচ্চু মিয়া পরীক্ষা করান।

সোমবার সন্ধ্যায় আইইডিসিআর থেকে আসা কোরোনা টেস্টের রিপোর্টে তার পজিটিভ আসে। নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

তিনি জানান, ২ মে ঢাকা মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করে। আজকে সন্ধ্যার পরে রিপোর্ট দিয়েছে, পজিটিভ এসেছে। তিনি তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

করোনায় আক্রান্ত পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া (৫৪) ফাঁড়িটির ইনচার্জ ছিলেন। তার অধীনে আট পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম বলেন, লকডাউন হওয়ায় ফাঁড়িতে এখন আর কোনো পুলিশ সদস্য অবস্থান করবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি