ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিএসএমএমইউ’র অধ্যাপক করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১০, ৫ মে ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার রাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক (অতিরিক্ত) ডা. শাহ গোলাম নবী তুহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ গোলাম নবী তুহিন বলেন, ‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। তাকে মুগদা হাসপাতালে চিকিৎসার জন্য আনার কথা ছিল। কিন্তু সিএমএইচ হাসপাতালে সিট পাওয়ায় তাকে সেখানেই নেওয়া হয়েছে।’

এই চিকিৎসক আরও বলেন, ‘অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভালো আছেন। তিনি সিএমএইচে চিকিৎসাধীন।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি