ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭০ হাজার, আক্রান্ত পেরিয়েছে ১২ লাখ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ৫ মে ২০২০

বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে আবারও কমেছে মৃতের সংখ্যা। তবে থেমে নেই সংক্রমণের বিস্তার। যার প্রকোপে আক্রান্তের সংখ্যা ১২ লাখ পেরিয়েছে। মৃত্যুর কোলে ঢোলে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ। 

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ হাজার ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত বেড়ে ১২  লাখ ১২ হাজার ৮৩৫ জনে দাঁড়িয়েছে। না ফেরার দেশে আরও ১ হাজার ৩২৩ জন মানুষ। ফলে, করোনায় সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দেশটিতে প্রাণহানি ৬৯ হাজার ৯২১ জনে ঠেকেছে। যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। 

সংক্রমণ ছড়িয়ে পড়ার তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসাপাতাল ছেড়েছেন ১ লাখ প্রায় ৮৮ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আরও ১৬ হাজার ৫০ জন।

গত ৪৮ দিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে অন্তত ২৩১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যারা অধিকাংশই প্রবীণ ও  নিউইয়র্কের অঙ্গরাজ্যের অধিবাসী। 

অন্যদিকে শুধু নিউইয়র্কেই এখন পর্যন্ত ২৪ হাজার ৯৪৪ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ২৭ হাজার ৩৭৪ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটির থাবায় ৭ হাজার ৯৫১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৩৪৫ জনে পৌঁছেছে।  

এদিকে, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনায় এখন পর্যন্ত বিশ্বের ৩৬ লাখ ৪৩ হাজার ২৭১ জনকে সংক্রমিত করেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৮২ জন মানুষ। অন্যদিকে, প্রাণ হারিয়েছেন আরও ৪ হাজার ৯৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৫২ হাজার ২৪১ ঠেকেছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। 
 
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি