ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্যে পিপিই তৈরি করছে বাংলাদেশি নারীরা

যুক্তরাজ্য সংবাদদাতা 

প্রকাশিত : ১১:১৬, ৫ মে ২০২০

যুক্তরাজ্যে স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহ করছে বাংলাদেশি নারীরা। ইতিমধ্যে তারা শতাধিক পিপিই তৈরি করেছে। চ্যারিটি সংগঠন সোসাইটি লিংকের মাধ্যমে বাংলাদেশি নারীদের সংগঠন ভেরাইটি ক্লাব এ কাজ করছে। 

স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ১ হাজার পিপিই তৈরী করে তা সোসাইটি লিংকের মাধ্যমে প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন সংগঠনটি। 

সোসাইটি লিংকের কর্মকর্তারা বলছে, ‘এনএইচএসের সাথে পার্টনারশিপের মাধ্যমে স্বেচ্ছাসেবী নারীদের দিয়ে এসব পিপিই তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে তারা কাপড় সরবরাহ করছেন এবংনারীরা বিনা পারিশ্রমিকে পিপিই তৈরি করছেন। ক্ষেত্র বিশেষে সংগঠনটি সেলাইমেশিনও সরবরাহ করবে বলে জানান তারা।’

ভেরাইটি ক্লাবের আতিয়া বেগম ঝর্ণা, ফারহানা মালিক এবং রাশিদা জানান, ‘এ ধরনের মহৎকাজে শরিক হতে পেরে আমরা গর্বিত। চলমান সংকটাবস্থায় অন্যান্য নারীদেরও এ কাজে এগিয়ে আসা উচিত।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি