ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ৭ মে ২০২০

Ekushey Television Ltd.

চারমাস আগে কেরলে প্রথম হানা দেয় করোনা ভাইরাস। যার প্রকোপে বুধবার (৬ মে) পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত তিনদিনের ব্যবধানে ১০ হাজার মানুষের দেহে ভাইরাসটি চিহ্নিত হয়। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৫৪৫ জন, যাদের বেশিরভাগই মহারাষ্ট্রের বাসিন্দা। আর সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৫০ জন। 

আক্রান্তদের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই  ১৬ হাজার ৭৫৮ জন, যার মধ্যে বুধবারই ১ হাজার ২৩৩ জন সংক্রমিত হয়েছেন। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের আক্রান্ত ১০ হাজার ৭১৪ জন।

দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের তালিকায় গুজরাট। সেখানে এখন পর্যন্ত করোনার কবলে পড়েছেন ৬ হাজার ২শ জনের বেশি। এরপরই রাজধানী দিল্লি। যেখানে অন্তত ৫ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। দিল্লির পরেই রয়েছে তামিলনাড়ু, যেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহানে উৎপত্তি হওয়া ভাইরাসটি বিশ্বের অন্তত ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। মার্চে যা বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করে। উহান ফেরত এক শিক্ষার্থীর শরীরের ৩০ জানুয়ারি প্রথম করোনা শনাক্ত হয়। 

মার্চে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, ২৫ মার্চ কেন্দ্রের তরফে লকডাউন জারির আগেই একের পর এক রাজ্য লকডাউনের ঘোষণা করে। যা এখন পর্যন্ত দুই ধাপে বৃদ্ধি করা হয়েছে। 

দ্বিতীয় দফার জারি করা লকডাউন চলবে আগামী ১৭ মে পর্যন্ত। যদিও গত সোমবার থেকে দেশটির কম সংক্রমিত এবং যেসব এলাকায় সংক্রমণ নেই সেসব এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে।

লকডাউনের ফলে ভারতে অর্থনৈতিক গতিতে ব্যাঘাত ঘটেছে। সরকার এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থা কর্মীদের বেতন কমানোর ঘোষণা করেছে। বিনা বেতনে ছুটি বা ছাঁটইয়ের ঘোষণা করেছে বিমান পরিষেবার মতো ক্ষেত্র। রোজগার থমকে যাওয়ায় অনাহারে থাকতে বাধ্য হয়েছেন বহু পরিযায়ী শ্রমিক।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি