ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

একদিনে যুক্তরাষ্ট্রে ২৪ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ২৩৬৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ৭ মে ২০২০ | আপডেট: ২৩:১০, ৭ মে ২০২০

প্রাণঘাতি করোনার ধাক্কা কোনভাবেই সামলাতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এতে করে মৃত্যু উপত্যকায় পরিণত দেশটিতে প্রায় পৌনে ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২ হাজার ৩৬৭ জন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ব খ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হাজার ১৯৩ জনে দাঁড়িয়েছে। যা যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। 

সংক্রমণ ছড়িয়ে পড়ার তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ প্রায় ১৩ হাজার ১৩৮ জন মানুষ। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আরও ১৫ হাজার ৮২৭ জন।

যুক্তরাষ্ট্রের করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় সর্ববৃহৎ শহর নিউইয়র্ক। যেখানে এখন পর্যন্ত ২৬ হাজার ১৮৭ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার ৪৯১ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটি থাবায় ৮ হাজার ৫৭২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৫৯ জনে পৌঁছেছে।

গত মার্চ থেকে শুরু করে গোটা এপ্রিলজুড়ে দেশটিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে করোনা। বিশেষ করে এপ্রিলের মাঝামাঝিতে এসে প্রতিদিন গড়ে ২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। আর আক্রান্ত গড়ে প্রায় ৩০ হাজারের বেশি।

অন্যদিকে, গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে সৃষ্ট ভাইরাসটিতে এখন পর্যন্ত শিকার হয়েছেন বিশ্বের ৩৮ লাখ ১৯ হাজার ৮৪৩ জন মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৩২৫ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে। প্রাণ হারিয়েছেন আরও ৬ হাজার ৮১১ জন। 

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৬৬ হাজার ৪৯৪ জনে ঠেকেছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩ লাখ ১৭ হাজার ৯৭৮ জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন৩৮ লাখ ৫৭ হাজার ৩২৯ জন। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি