ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাকে জয় করলেন বিশ্বের সাড়ে ১৩ লাখ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ৮ মে ২০২০ | আপডেট: ১৭:১৭, ৮ মে ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতি করোনা ভাইরাসে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। সেই সঙ্গে আক্রান্তের তালিকা আরও কয়েক গুন দ্রুত লম্বা হচ্ছে। শুক্রবার বিকেল পর্যন্ত বিশ্বে এ মহামারীতে ২ লাখ ৭১ হাজার ৩১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩৩ হাজার ১০০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ৪৯ হাজার ৮৩২ জন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এসব মানুষ এখন নতুন কর বাঁচার আয়োজন করছেন।

পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী করোনা ভাইরাসের এ তথ্য পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে বর্তমানে ২৩ লাখ ৪ হাজার ২৯৬ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৯৫৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জানা যায়, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন এবং সেরে উঠেছেন দুই লাখ ১৭ হাজার ২৫০ জন। স্পেনে আক্রান্ত দুই লাখ ৫৬ হাজার ৮৫৫ জন এবং সেরে উঠেছেন এক লাখ ৬৩ হাজার ৯১৯ জন। ইতালিতে দুই লাখ ১৫ হাজার ৮৫৮ আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৯৬ হাজার ২৭৬ জন এবং ফ্রান্সে মোট আক্রান্ত এক লাখ ৭৪ হাজার ৭৯১ জনের বিপরীতে সেরে উঠেছেন ৫৫ হাজার ২৭ জন।

এ ছাড়া চীনে ৭৭ হাজার ৯৯৩ জন, জার্মানিতে এক লাখ ৪১ হাজার ৭০০, ইরানে ৮২ হাজার ৭৪৪, বেলজিয়ামে ১২ হাজার ৯৮০, ব্রাজিলে ৫৫ হাজার ৩৫০, ভারতে ১৬ হাজার ৭৭৬, ইসরাইলে ১০ হাজার ৮৭৩, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪৮৪, সৌদি আরবে ৭ হাজার ৭৯৮, পাকিস্তানে ৬ হাজার ৪৬৪, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ৭৪ জন, জাপানে ৪ হাজার ৯১৮, মালয়েশিয়ায় ৪ হাজার ৭৭৬ ও ইন্দোনেশিয়ায় দুই হাজার ৩৮১ জন সুস্থ হয়ে উঠেছে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি