ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে মৃত্যু সাড়ে ৭৮ হাজার, আক্রান্ত সোয়া ১৩ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৯ মে ২০২০

করোনার আঘাতে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিনিয়ত বেড়েই চলেছে ভাইরাসটির উপদ্রুপ। যার শিকার হয়েছেন দেশটিতে বসবাসরত প্রায় সোয়া ১৩ লাখ মানুষ।

যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারীর পর এবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের শরীরেরও শনাক্ত হয়েছে প্রাণঘাতি ভাইরাসটি। আতঙ্কে থাকা ট্রাম্প করিয়েছেন দ্বিতীয়বারের মতো পরীক্ষা। যা তিনি প্রতিদিনই করবেন বলে জানিয়েছেন।  
  
বাংলাদেশ সময় শনিবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ হাজারের বেশি নাগরিকের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত বেড়ে পৌঁছেছে ১৩ লাখ ২১ হাজার ৭৮৫ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ৬৮৭ জনের। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৮ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। 

তবে, সংক্রমণ যতটা বিস্তার লাভ করছে, সে তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৬০৩ জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ।

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা বৃহৎ শহর নিউইয়র্কে। যেখানে এখন পর্যন্ত ২৬ হাজার ৫৮৫ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ৪০ হাজার ৭০৫ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটির থাবায় ৮ হাজার ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ১ লাখ ৩৭ হাজার ২১২ জনে পৌঁছেছে।  

গত মার্চ থেকে শুরু করে গোটা এপ্রিলজুড়ে দেশটিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে করোনা। বিশেষ করে এপ্রিলের মাঝামাঝিতে এসে প্রতিদিন গড়ে ২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। আর আক্রান্ত গড়ে ৩০ হাজারের বেশি

এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি