ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৯ মে ২০২০ | আপডেট: ১৪:৫৫, ৯ মে ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট ২১৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৬৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৭০ জনে।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এর আগে গতকাল শুক্রবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৭০৯ জন। এর আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয়েছিলেন ৭০৬ জন।

এ ছাড়া গত বুধবার শনাক্ত হয়েছিলেন ৭৯০ জন; মঙ্গলবার ৭৮৬ জন; সোমবার ৬৮৮ জন; রোববার ৬৬৫ জন; শনিবার ৫৫২ জন এবং গত শুক্রবার ৫৭১ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি