ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বৃটেন থেকে আগামীকাল দেশে ফিরছেন ১৩০ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১০ মে ২০২০

টেমস নদীর উপরে লন্ডন ব্রিজ- সংগৃহীত

টেমস নদীর উপরে লন্ডন ব্রিজ- সংগৃহীত

বৃটেনে পড়তে যাওয়া ১৩০ জনের বেশি শিক্ষার্থী দেশে ফেরত আসছেন। আগামীকাল সোমবার সকালে লন্ডন থেকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশ দূতবাসের উদ্যোগে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে রোববার লন্ডন সময় বিকাল ৬টা ২০মিনিটে তাদের রওনা দেওয়ার কথা। আর সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় তাদের ঢাকা পৌঁছানোর কথা। ঈদের আগে এসব শিক্ষার্থীদের ফেরত পাঠানোয় তারা পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন জানিয়ে যুক্তরাজ্যে রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম বলেন, ‘এই ফ্লাইট চার্টার করার জন্য সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ।’

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় এসব শিক্ষার্থীরা যুক্তরাজ্যে আটকা পড়েছিলেন। ২০০ বেশি শিক্ষার্থী ফেরার ব্যবস্থা ছিল জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে পৌঁছানোর পরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ভয়ে অনেকে শেষ মুহূর্তে তাদের বুকিং বাতিল করেছেন।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি