ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

চীনে ফের করোনা ভাইরাস শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬, ১১ মে ২০২০

নে নতুন করে ১৪ জনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন শনাক্ত হয়েছেন ভাইরাসটির উৎসস্থল উহানে। শহরটিতে গত ৩ এপ্রিলের পর এটাই প্রথম রোগী শনাক্তের ঘটনা।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১১ জনই জিলিন প্রদেশের শুলান শহরের, একজন উহানের আর বাকি দুজন বহিরাগত। ওবিবার থেকে শুলানে করোনা সংক্রমণের ঝুঁকির সতর্কতা উচ্চ থেকে মাঝারি পর্যায়ে নামিয়ে এনেছে শহর কর্তৃপক্ষ।

গত ৭ মে সেখানে এক নারীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। নতুন আক্রান্ত ১১ জনই ওই নারীর পরিবারের সদস্য বা তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আর কেউ মারা যায়নি।

ফলে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৩ জনই রয়েছে। এ ছাড়া মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৯০১ জন। গত বছরের নভেম্বরে উহান থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি