ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে মৃত্যু ২ লাখ সাড়ে ৮৩ হাজার ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ১১ মে ২০২০

Ekushey Television Ltd.

এখনো ধরাছোঁয়ার বাহিরে মহামারি করোনা ভাইরাস। যার তাণ্ডবে প্রতিদিনই দীর্ঘ শুধু স্বজনদের হারাদের মিছিল। উৎপত্তির প্রায় সাড়ে চার মাসে বিশ্বের পৌনে ৪২ হাজার মানুষের দেহে থাবা বসিয়েছে ভাইরাসটি। এর মধ্যে পৃথিবী ছাড়তে হয় ২ লাখ সাড়ে ৮৩ হাজারেরও বেশি মানুষকে।  

আজ সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রাণনাশক ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭৯ হাজার ৮৭৫ জন মানুষ। এতে করে মোট আক্রান্ত বেড়ে ৪১ লাখ ৭৮ হাজার ১৫৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৫১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনার আঘাতে না ফেরার দেশে ২ লাখ ৮৩ হাজার ৭৩৪ জন মানুষ। 

আক্রান্ত ও প্রাণহানিতে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। গত একদিনে সাড়ে ১৯ হাজারের নাগরিকের দেহে করোনা চিহ্নিত হয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জনে। প্রাণহানি ঘটেছে আরও সাড়ে ৭শ জনের। যা গত কয়েকদিনের তুলনায় কম। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৮০ হাজার ৭৮৭ জনে দাঁড়িয়েছে।

মৃত্যুপুরী ইউরোপে প্রাণহানি কখনো কম কখনো বেশি। তবে থেমে নেই সংক্রমণ ছড়ানো। লকডাউন শিথিল করতে চাচ্ছে ব্রিটেন। আর জার্মানিতে শিথিল করায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। 

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ হাজার মানুষের দেহে মিলেছে করোনা। এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ১৮৩ জনে। মৃত্যু ৩১ হাজার ৮৫৫ জনে ঠেকেছে। যা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। 

অপরদিকে, দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ স্পেনে প্রাণহানি ২৬ হাজার ৬২১ জন। আক্রান্ত বেড়ে ২ লাখ ৬৪ হাজার ৬৬৩ জনে ঠেকেছে। ইতালিতে আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ৭০ জনের মধ্যে মারা গেছেন ৩০ হাজার ৫৬০ জন। 

প্রতিদিনিই রেকর্ড সংখ্যক সংক্রমণ ছড়িয়ে পড়া পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়ায় দুই লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১ হাজার ১২ জনে শরীরের মিলেছে ভাইরাসটি। এতে বর্তমানে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন। যেখানে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯১৫ জন।   

ভয়াবহ অবস্থায় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে নতুন করে ৬ হাজার ৬৩৮ জন করোনার শিকার হয়েছেন। আক্রান্ত বেড়ে ১ লাখ ৬২ হাজার ৬৯৯ জনে পৌঁছেছে। মারা গেছেন সেখানে ১১ হাজার ১২৩ জন। এর মধ্যে গত একদিনেই ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। 

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সংকটাবস্থায় ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ১৬১ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২১২ জনের। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী গতকাল রোববার পর্যন্ত করোনার শিকার হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন। আক্রান্তদের মধ্যে মৃ্ত্যু হয়েছে ২২৮ জনের। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি