ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে আরও ৭৫০ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ১৩ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ১১ মে ২০২০

বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীন করোনায় বেড়েই চলেছে প্রাণহানি। শুরুতে করোনার ধাক্কাকে গুরুত্ব না দেয়ায় তা প্রকট আকার ধারণ করেছে। যার শিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারীসহ হোয়াইট হাউজের তিন কর্মকর্তা। 

কোয়ারেন্টাইনে গেছেন করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিসহ তিন চিকিৎসক। সর্বোচ্চ সতর্কতায় ট্রাম্পও। 
 
বাংলাদেশ সময় আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে বসবাসরত সাড়ে ১৯ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।  আক্রান্ত বেড়ে হয়েছে ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জনে। প্রাণহানি ঘটেছে আরও সাড়ে ৭শ জনের। যা গত কয়েকদিনের তুলনায় কম। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৮০ হাজার ৭৮৭ জনে দাঁড়িয়েছে।
 
সংক্রমণ বিস্তারের তুলনায় কম হলেও প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। যেখানে এখন পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৬ হাজার ৫১৪ জন।

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় বৃহৎ শহর নিউইয়র্কে। যেখানে এখন পর্যন্ত ২৬ হাজার ৮১২ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ৪৫ হাজার ৪০৬ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটির থাবায় ৯ হাজার ২৬৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ১ লাখ ৪০ হাজার ৮ জনে পৌঁছেছে।  

আক্রান্ত ও প্রাণহানি বেড়েছে মিশিগান ও পেনসিলভেনিয়ায়। মিশিগানে ৪৭ হাজার ১৩৮ জনের আক্রান্তের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৫৫১ জন। পেনসিলভেনিয়ায় আক্রান্ত ৬০ হাজার ৫৬ জন। সেখানে প্রাণ গেছে ৩ হাজার ৮২৩ জনের। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি