ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাশিয়ায় আক্রান্ত ২ লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১১ মে ২০২০

ছবি-দ্য মস্কো টাইমস

ছবি-দ্য মস্কো টাইমস

বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো করোনাকে যেসকল দেশ শুরুতে গুরুত্ব দেয়নি রাশিয়া তার অন্যতম। ঠিক প্রায় তিনমাস আগে ১৫ ফেব্রুয়ারি প্রথম করোনা চিহ্নিত হয় দেশটিতে। যা এপ্রিলের প্রথম সপ্তাহে এসে আক্রান্ত একলাখে পৌঁছায়। 

আর শেষ একমাসেই আক্রান্ত আরও এক লাখ। যার হার যুক্তরাষ্ট্রের পরই। প্রতিদিনিই রেকর্ড সংখ্যক সংক্রমণ ছড়িয়ে পড়া পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়ায় ইতিমধ্যে দুই লাখ ছাড়িয়েছে সংক্রমিতের সংখ্যা। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১ হাজার ১২ জনে শরীরের মিলেছে করোনা। এতে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন। প্রাণ হারিয়েছেন আরও ৮৮ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে। 

যদিও, আক্রান্তের তুলনায় এখন পর্যন্ত প্রাণহানি ততটা ভয়াবহ রূপ নেয়নি। তারপরও এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়েই এবার তা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে দেশটির সরকারের মাথায়। 

আর, প্রথমদিকে সুস্থতার হার বেশি হলেও সংক্রমণ দ্রুত বিস্তার লাভে নেমে আসে ধীরগতি। তারপরও এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা প্রায় ৩৪ হাজার ৩০৬ জন।
 
আক্রান্ত ও মৃতদের মধ্যে অধিকাংশই রাজধানী মস্কোয় বসবাসরত নাগরিক। সেখানে এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৬৮ জন। 

আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। আগামীকাল সোমবার থেকে জনসমাগম এলাকায় ও গণপরিবহনে চলাচলে মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। 

আর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, চলমান মহামারি ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করতে সক্ষম হবো।’ 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি