ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনাক্রান্ত শিক্ষা উপমন্ত্রী নওফেলের ভাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১১ মে ২০২০ | আপডেট: ১২:৪৩, ১১ মে ২০২০

বোরহানুল এইচ চৌধুরী সালেহীন

বোরহানুল এইচ চৌধুরী সালেহীন

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল এইচ চৌধুরী সালেহীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার রাতে  চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ নমুনা পরীক্ষায় সালেহীনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় বোনের স্বামী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী জানিয়েছেন।।

সেলিম চৌধুরী জানান, কিছুদিন আগে সালেহীন ঢাকা গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর শুক্রবার জ্বর আসায় শনিবার তার নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষা করার জন্য। তিনি বলেন, ‘রোববার রাতে পাওয়া প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ আসে।’

তবে সালেহীনের এখন জ্বর নেই জানিয়ে তার ভগ্নিপতি বলেন, তাকে মেয়র গলির বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি