ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত ভোক্তা অধিকারের উপপরিচালক শাহরিয়ার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৪ মে ২০২০

এবার করোনার শিকার হয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। চলমান সংকটাবস্থায় বাজার নিয়ন্ত্রণের অভিযান চালিয়ে আসছিলেন তিনি। 

গত দু’দিন ধরে জ্বর অনুভব করায় বুধবার (১৩ মে) সকালে নমুনা পরীক্ষার করান তিনি। একই দিন বিকেলে প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। পরে রাতে নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

তিনি বলেন, দুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে সকালে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষার জন্য যাই। তারা নমুনা সংগ্রহ করে। বিকালে হাসপাতাল থেকে ফোনে রেজাল্ট পজিটিভ এসেছে জানানো হয়। আগামীকাল (আজ) সকালে অফিসিয়াল রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ফোনে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হোম কোয়ারেন্টাইনে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন একুশে টিভি অনলাইনকে জানান, ‘ওনার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকেও কোয়ারেন্টাইনের আওতায় আনা হচ্ছে। পাশপাশি এমন অবস্থায় সর্বোচ্চ সতর্ক থেকে সীমিত আকারে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি