ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

সৌদিতে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু 

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৪ মে ২০২০ | আপডেট: ১৫:৩৮, ১৪ মে ২০২০

মোহাম্মদ ইউসুফ

মোহাম্মদ ইউসুফ

প্রাণঘাতি করোনায় সৌদি আরবের মক্কায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর ৪টার মারা যান ওই ব্যক্তি। 

মৃত মোহাম্মদ ইউসুফ (৫০) চট্টগ্রামের চাকতাইয়ের মরহুম নবী হোসেনের মেজো ছেলে। 

জানা যায়, করোনার উপসর্গ (জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট) নিয়ে বেশকিছু দিন আগে পবিত্র নগরীর আল হেরা হাসপাতালে ভর্তি হন ইউসুফ। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। গত মাসের ২৩ এপ্রিল  শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউতে নেয়া হয়। আজ ভোররাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের দেশটিতে নতুন করে ১ হাজার ৯০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে। অপরদিকে, একই সময়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। এ নিয়ে প্রাণহানি ২৭৩ জনে ঠেকেছে। নতুন একজনসহ এখন পর্যন্ত করোনাার আঘাতে দেশটিতে অন্তত ৬৮ বাংলাদেশির মৃত্যু হলো। 

আর সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৬২২ জন। 

এআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি