ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার সঙ্গে লড়ে হেরে গেলেন সুমো কুস্তিগীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ১৫ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন জাপানের ২৮ বছর বয়সী এক সুমো কুস্তিগীর। জাপান সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ)  জানিয়েছে, এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে  কোনো সুমো কুস্তিগীরের মৃত্যু হয়েছে। 

সুবোশি নামে পরিচিত মৃত সুমো কুস্তিগীরের মূল নাম কিউটাকা সুয়েটাকে। করোনায় শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্থ হওয়ায় মৃত্যু বরণ করেন তিনি। 

এ ব্যাপারে জাপানের গণমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, কোভিড-১৯ পজিটিভ হওয়া প্রথম সুমো কুস্তিগীর ছিলেন সুবোশি।
১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। খুব দ্রুত তার শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে এবং ৯ দিন পর তাকে ইন্টেন্সিভ কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানেই করোনার সঙ্গে এক মাস লড়াই করে মৃত্যু করেন সুবোশি। 

এদিকে তার মৃত্যুতে জেসএস চেয়ারম্যান হাক্কাকু কিয়োডো নিউজকে বলেন, ‘আমি কেবল এটাই অনুমান করছি, এক মাসেরও বেশি সময় ধরে সে করোনার সঙ্গে লড়াই করেছে। মৃত্যুর আগ পযর্ন্ত কুস্তিগীরের মতো সাহসিকতার সঙ্গে লড়াই করে সে মৃত্যু বরণ করেছে। আমি কেবল চাই, সে শান্তিতে বিশ্রাম নিক।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি