ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮৭ হাজার ছুঁই ছুঁই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ১৫ মে ২০২০

নিয়ন্ত্রণহীন করোনায় যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে প্রাণহানি। নতুন সপ্তাহের শুরুতেই একদিনে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যাতে মৃতের সংখ্যা ৮৭ হাজার ছুঁতে চলেছে। 

বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৪ হাজার ২৪৫ জন মানুষ নতুন করে করোনার শিকার হয়েছেন। যাতে আক্রান্ত বেড়ে হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ৭১৫ জনের। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৬ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে মৃতের হার বর্তমানে ২১ শতাংশ, আর বেঁচে ফিরছেন ৭৯ শতাংশের বেশি মানুষ। এতে করেই স্পষ্ট সংক্রমণ বিস্তারের তুলনায় কম হলেও প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। যেখানে এখন পর্যন্ত ৩ লাখ ১৮ হাজার ২৭ জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৬ হাজার ২৪০ জন।

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় বৃহৎ শহর নিউইয়র্কে। যেখানে এখন পর্যন্ত ২৭ হাজার ৪২৬ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ৫৩ হাজার ৯৬ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটির থাবায় প্রাণহানি ১০ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত বেড়ে ১ লাখ ৪৪ হাজার ২৪ জনে পৌঁছেছে।  

আক্রান্তে মিশিগান ও পেনসিলভেনিয়াকে পেছনে ফেলেছে ইলিনয়স ও ম্যাসাসুয়েটস অঙ্গরাজ্য। ইলিনয়সে এখন পর্যন্ত প্রায় ৮৮ হাজার মানুষেরর শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ৯২৮ জন। ম্যাসাসুয়েটসসে ৮২ হাজার ১৮২ জনের আক্রান্তের প্রাণ গেছে ৫ হাজার ৪৮২ জনের। 

দেশটিতে আক্রান্তদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারীসহ হোয়াইট হাউজের তিন কর্মকর্তাও রয়েছেন। কোয়ারেন্টাইনে গেছেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিসহ তিনি চিকিৎসক। 
এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি