ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিশ্বজুড়ে আক্রান্ত ৪৭ লাখ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১৭ মে ২০২০

কয়েক দফা ভ্যাকসিন আবিষ্কারের পরও নিয়ন্ত্রণহীন প্রাণঘাতি করোনার দাপট। যাতে ধুকছে বিশ্বের প্রায় সবরাষ্ট্র। ইউরোপের কয়েকটি দেশে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও মার্কিন যুক্তরাষ্ট্রসহ রাশিয়া, ব্রাজিল, মেক্সিকোর মতো দেশগুলোতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটছে।

পিছিয়ে নেই দক্ষিণ এশিয়ার দেশগুলোও। ভারত থেকে শুরু করে পাকিস্তান, বাংলাদেশে যার প্রকট সবচেয়ে বেশি। তবে, নিয়ন্ত্রণে শ্রীলংকা, মালয়েশিয়া, মিয়ানমার ও নেপালের মতো দেশগুলো।  

আজ রোববার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৪৭ লাখ ১৭ হাজার ১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ হাজার ৫৯৯ জন। প্রাণ হারিয়েছেন নতুন করে ৪ হাজার ৭৪৮ জন। এ নিয়ে করোনায় বিশ্বের ৩ লাখ ১২ হাজার ৯০২ জনের মৃত্যু হল। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ লাখ ১১ হাজারের বেশি মানুষ। 

করোনা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত একদিনেই ২৩ হাজার ৪৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭ হাজার ৭৭৩ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ১ হাজার ৬০৬ জনের। ফলে, এখন পর্যন্ত ট্রাম্পের দেশে করোনায় ৯০ হাজার ১১৩ জন মানুষের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ স্পেনে আক্রান্ত পৌনে ৩ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন দেশটির সাড়ে ২৭ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায়ও সংক্রমিত পৌনে ৩ লাখ ছুঁই ছুঁই। তবে, সেখানে প্রাণহানি কম। এখন পর্যন্ত পৃথিবীর সর্ববৃহৎ দেশটিতে প্রাণ গেছে ২ হাজার ৫৩৭ জনের। 

এরপরই প্রাণহানির তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ দেশ যুক্তরাজ্য। সেখানে প্রায় সাড়ে ৩৪ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত বেড়ে ২ লাখ ৪০ ছাড়িয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া ও আংশিক লকডাউনে থাকা ইতালিতে প্রাণহানি ৩১ হাজার ৭৬৩ জন। আক্রান্ত সোয়া ২ লাখ। 

ভয়াবহ অবস্থা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। গত একদিনে সেখানে প্রায় ১৫ হাজার মানুষ করোনার কবলে পড়েছেন। যা এখন দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। বর্তমানে সেখানে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৪২ জন। প্রাণ হারিয়েছেন আরও ৮১৬ জন। ফলে, মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জনে ঠেকেছে। 

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। গত শুক্রবারই দেশটি আক্রান্তে চীনকেও ছাড়িয়ে যায়। যেখানে সংক্রমিতের সংখ্যা সাড়ে ৯০ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭১ জনের।  

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী গতকাল শনিবার পর্যন্ত করোনার শিকার ২১ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তদের মধ্যে ৩১৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি