ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনাক্রান্ত হয়ে যুবলীগ নেতার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৭ মে ২০২০ | আপডেট: ১৫:০৩, ১৭ মে ২০২০

সায়েম খন্দকার- সংগৃহীত

সায়েম খন্দকার- সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত নেতার নাম সায়েম খন্দকার (৪৩)। তিনি যাত্রাবাড়ী থানাধীন ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সায়েম খন্দকারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরপরই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে তার সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদেরও আইসোলেশনে নেয়া হয়।’

উল্লেখ্য, গতকাল শনিবার পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ৩১৪ জন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি