ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে মৃত্যু ৩ লাখ ১৬ হাজার, আক্রান্ত ৪৮ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ১৮ মে ২০২০ | আপডেট: ১০:১৬, ১৮ মে ২০২০

Ekushey Television Ltd.

নিয়ন্ত্রণহীন প্রাণঘাতি করোনায় বেড়েই চলেছে প্রাণহানি। প্রতিদিনই গড়ে এখনো শিকার হচ্ছেন পৌনে এক লাখের বেশি মানুষ। ইউরোপের কয়েকটি দেশে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও মার্কিন যুক্তরাষ্ট্রসহ রাশিয়া, ব্রাজিল, মেক্সিকোর মতো দেশগুলোতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক আক্রান্ত ও প্রাণহানিতেই মূলত এ সংকটাস্থা।

পিছিয়ে নেই দক্ষিণ এশিয়ার দেশগুলোও। ভারত থেকে শুরু করে পাকিস্তান, বাংলাদেশে যার প্রকট সবচেয়ে বেশি। তবে, নিয়ন্ত্রণে শ্রীলংকা, মালয়েশিয়া, মিয়ানমার ও নেপালের মতো দেশগুলো।  

আজ সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৪৭ লাখ ৯৯ হাজার ২৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ হাজার ২৫৭ জন। প্রাণ হারিয়েছেন নতুন করে ৩ হাজার ৬১৮ জন। এ নিয়ে করোনায় বিশ্বের ৩ লাখ ১৬ হাজার ৫২০ জনের মৃত্যু হল। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। 

করোনা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত একদিনে ১৯ হাজার ৮৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ২৭ হাজার ৬৬৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৮৬৫ জনের। ফলে, এখন পর্যন্ত ট্রাম্পের দেশে করোনায় ৯০ হাজার ৯৭৮ জন মানুষের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তে স্পেনকে ছাড়িয়ে গেছে রাশিয়া। যেখানে করোনার শিকার হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন। প্রাণ গেছে ২ হাজাার ৬৩১ জনের।

তৃতীয় সর্বোচ্চ আকান্তের তালিকায় থাকা স্পেনে আক্রান্ত ২ লাখ সাড়ে ৭৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন দেশটির ২৭ হাজার ৬৫০ জন মানুষ। 

এরপরই প্রাণহানির তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ দেশ যুক্তরাজ্য। সেখানে ৩৪ হাজার ৬৩৪ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত বেড়ে ২ লাখ ৪৩ ৬৯৫ জনে পৌঁছেছে। 

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া ও আংশিক লকডাউনে থাকা ইতালিতে প্রাণহানি ৩২ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত সোয়া ২ লাখের বেশি মানুষ। 

ভয়াবহ অবস্থা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। আশঙ্কাজনকহারে আক্রান্ত হওয়ায় ভেঙ্গে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ১৮৮ জন। 

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫ হাজারেরও বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। যাতে মোট সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ হাজার ৬৯৮ জনে। প্রাণহানি ৩ হাজার ছাড়িয়েছে। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী গতকাল রোববার পর্যন্ত করোনার শিকার ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৩২৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি