ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সবাইকে মাস্ক পরাতে সরকারের ১০ নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৬ মার্চ ২০২১

দেশে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় মাস্ক পরার ওপর জোর দিয়েছে সরকার। ঘরের বাইরে ও কর্মক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করতে ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

গত ডিসেম্বরের পর সংক্রমণের মাত্রা ধীরে ধীরে কমতে থাকলেও চলতি মাসের শুরুতে তা উদ্বেগজনকহারে বাড়তে শুরু করেছে। দৈনিক শনাক্ত রোগীর হার সোমবার আবার ৯ শতাংশ পেরিয়ে গেছে, যা দুই মাস আগে ৩ শতাংশের নিচে নেমেছিল। 

সোমবার (১৫ মার্চ) এক তথ্য বিবরণীতে মাস্ক পরে থাকার পাশাপাশি সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানানো হয়েছে। সরকারের জারি করা ১০ দফার মধ্যে রয়েছে-

* সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং সেবাগ্রহীতা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতেন হবে। সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবে।

* সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবাগ্রহীতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবে।

* শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করবে।

* শপিংমল, বিপণি বিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবে। স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিশ্চিত করবে।

* হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ব্যবহার করবে। মাস্ক ছাড়া ক্রেতা-বিক্রেতারা কোনো পণ্য কেনাবেচা করবে না। স্থানীয় প্রশাসন ও হাট-বাজার কমিটি বিষয়টি নিশ্চিত করবে।

* গণপরিবহনের (সড়ক, নৌ, রেল, আকাশপথ) চালক, চালকের সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। গণপরিবহনে ওঠার আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করবে।

* গার্মেন্ট কারখানাসহ সব শিল্প কারখানায় শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকরা বিষয়টি নিশ্চিত করবে।

* হকার, রিকশা ও ভ্যানচালকসহ পথচারীদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করবে।

* হোটেল ও রোস্তারাঁয় কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালে অবশ্যই মাস্ক পরতে হবে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মালিক সমিতি নিশ্চিত করবে।

* সব ধরনের সামাজিক অনুষ্ঠানে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবে।

* বাড়িতে কারও কোভিড-১৯ এর উপসর্গ থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহার করবেন।

এই নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত নামানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৭১ জনের।
এএইচ/ এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি