ঠাকুরগাঁওয়ে আক্রান্ত বেড়ে ১৩৫
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ১৪:৪৮, ৭ জুন ২০২০
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2019December/101659791_556069758606290_3794194360567816365_n-2006070848.jpg)
ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্ত বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তরা বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার। শনিবার (৬ জুন) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া, জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এখন পর্যন্ত ৩৬ জন। আর মৃত্যু হয়েছে ২ জনের।
এআই//
আরও পড়ুন