ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত পাবনা পুলিশ সুপার 

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৯, ১২ জুন ২০২০

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘পুলিশ সুপারের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার প্রাপ্ত ফলাফলে তার করোনা জেটিভ আসে।’

এদিকে জেলায় ক্রমেই বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭৮ জনে দাঁড়িয়েছে।  শনাক্ত ব্যক্তিদের মধ্যে পুলিশ, সরকারি-বেসরকরি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

তবে, আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটা কম। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১০। আর মৃত্যু হয়েছে ৫ জনের।  
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি