ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

কুমেকে উপসর্গে আরও ৪ জনের মৃত্যু 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ২৬ জুন ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন পুরুষ, অপর দু’জন নারী। তাদের বেশির ভাগেরই বয়স ৪৫ থেকে ৭৫ বছর।

হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, ‘মৃত ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।’

মৃতরা হলেন, ‘জেলার চান্দিনার ইদ্রিস মিয়া (৬০), আবদুল মান্নান (৬৫), সদরের হনুফা বেগম (৪৬) ও লাকসামের শাহানারা বেগম (৬০)। 

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন ২৮ জনসহ কুমেক হাসপাতালের করোনা ইউনিটে ১১৪ জন ভর্তি আছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি