ঢাকা, শুক্রবার   ০৫ জুলাই ২০২৪

কলারোয়া পৌরসভায় ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:১২, ৩০ জুন ২০২০

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ২০২০-২১ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ৩টায় পৌরসভার প্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাজেট ঘোষণা করেন। 

পৌর সচিব তুষার কান্তি দাষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পৌরবাসীর ওপর নতুন কোন করারোপ না করেই বাজেট পেশ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। 

ঘোষিত বাজেটে ২০২০-২১ অর্থবছরের জন্য ২৩ কেটি ১৪ লক্ষ ৫৪ হাজার ৫শত ৫৩টাকা ৫৪ পয়সার বাজেট পেশ করাা হয়েছে। অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য ও প্রশ্ন করেন পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজউদ্দীন, এসএম মফিজুল হক, আকিমুদ্দীন দফাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা হোসেন, ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, বিদ্যুৎ সহকারী প্রকৌশলী এসএম সোহরাওয়ার্দী হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন,সেনিটারী কর্মকর্তা সুরেন্দ্র সাহ সেখর কাজল, কর আদায়াকারী ইমরুল ইসলাম, পৌর ইমাম মাওলানা জুবায়ের হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-পৌরসভার কর নির্ধারক নাজমুল ইসলাম।
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি