ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

গম বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০, ২১ জুলাই ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গম বোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপারও। আজ মঙ্গলবার ভোরে ঘারিন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক ড্রাইভার মো. আক্তার হোসেন (৪০) বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ঢাকা থেকে গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়। এতে ট্রাকে আটকে পড়া ড্রাইভার আক্তার হোসেন ঘটনাস্থলেই নিহত এবং হেলপার মো. আসাদুল (৫০)  আহত  হন।’

আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি