ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে একদিনেই ৮৫ জনের করোনা শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৪৫ জনে দাঁড়িয়েছে। 

তবে, আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই সুস্থতা লাভ করেছেন ১ হাজার ৯৭৮ জন। আর মৃত্যু হয়েছে ৫৮ জনের। আজ শনিবার  দুপুরে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, ‘আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। আর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন সংখ্যা ৯০৯ জন।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি