ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নাটোরে গোদাই নদী থেকে সোঁতি জালের ২টি বাঁধ অপসারণ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৩, ১৬ আগস্ট ২০২০

নাটোরের গোদাই নদী থেকে অবৈধভাবে তৈরি নিষিদ্ধ দু’টি সোঁতি জালের বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সদর উপজেলার তেলকুপি এলাকায় গোদাই নদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের বিচারক সদর সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান। এসময় আব্দুর রহমান ও করিম নামে অভিযুক্ত দুই ব্যক্তি গা ঢাকা দিয়ে থাকে।

সদর সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতনী ইউনিয়নের তেলকুপি এলাকায় আব্দুর রহমান ও করিম নামে দুই ব্যক্তি মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অমান্য করে গোদাই নদীতে নিষিদ্ধ সোঁতি জাল বসানোর জন্য অবৈধভাবে সোঁতির বাঁধ তৈরি করেন। এতে নদীর স্বাভাবিক পানি ও মাছের প্রাকৃতিক প্রবাহ এবং প্রজনন বাধাগ্রস্থ হচ্ছিল। এছাড়া উজানের দিকে ফসলি জমি প্লাবিত হয়ে ফসল তলিয়ে যাচ্ছিল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং জেলঅ প্রশাসক মো. শাহরিয়াজের নির্দেশে এলাকায় সরেজমিন গিয়ে বাঁধগুলি অপসারণ করা হয়। এসময় অভিযুক্ত দুই ব্যক্তি পলাতক ছিল। এসময় মৎস্যজীবি ও মৎস্যচাষীদের প্রাকৃতিক জলাধারে মৎস্য উৎপাদন ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন মেনে মৎস্য শিকার করার পরামর্শ দেয়া হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি