ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

কলারোয়ায় গাছ চাপায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৯, ১৮ আগস্ট ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় নারিকেল গাছ চাপা পড়ে সোহাগ হোসেন (২৮) নামে এক যুবক মারা গেছেন। সে হিজলদী গ্রামের সাবুর আলী গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সাড়ে ১২টার দিকে উপজেলার বিক্রমপুর গ্রামে।

এলাকাবাসীরা জানান, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের সাবুর আলী গাজীর ছেলে কাঠ ব্যবসায়ী  সোহাগ হোসেন (২৮) বিক্রমপুর গ্রামের শাহিনুজামানের পুকুর পাড়ের একটি নারকেল গাছ ক্রয় করেন। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে লোক দিয়ে নারিকেল গাছটি মারছিলেন। গাছটির গোড়া কাটার পর  কাঠ ব্যবসায়ী সোহাগ হোসেন গাছের নিচে দাড়িয় থাকার কারণে পুকুরেরর পাড় ধসে গাছসহ সোহাগ হোসেন পুকুরে পানির নিচে চাপা পড়ে। পরে পুকুরের পানি থেকে কাঠ ব্যবসায়ীকে উপরে তোলার পর  সোহাগ হোসেন ঘটনা স্থানে মারা যায়।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম মনি জানান, তিনি ঘটনাটি শুনে ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মনীর-উল-গীয়াস জানান ঘটনাটি আমি শুনেছি এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি।
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি