ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

শিক্ষার্থীদের জোর করে পরীক্ষা নেওয়ায় অধ্যক্ষকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৪, ১৮ আগস্ট ২০২০

করোনাকালে সদর উপজেলার রুহিয়ায় গিন্নিদেবী আগরওয়ালা মহিলা কলেজে শিক্ষার্থীদের জোর করে ডেকে পরীক্ষা নেয়ায় কলেজের অধ্যক্ষ বদরুল ইসলামকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার দুপুরে এই অর্থদন্ড প্রদান করেন। 

তিনি জানান, করোনা সংক্রমণের এই সময়ে সরকারী নির্দেশনা অমান্য করে ছাত্রীদের জোর করে কলেজে ডেকে পরীক্ষা গ্রহণ, উপবৃত্তির জন্য অভিভাবকসহ জনসমাগম ঘটিয়ে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করায় অধ্যক্ষকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।  

তিনি ভবিষ্যতে এই ধরণের কর্মকান্ড না করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান। 

একই আদালতের বিচারক মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব সংলগ্ন বকুলতলায় মাদকসেবেনের দায়ে বিশু দাস (২৫) নামে সুইপার কলোনির এক বাসিন্দাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন।
 
এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ী এলাকায় অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম চালানোর অভিযোগে আজিজ কো অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিঃ খোচাবাড়ি শাখার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
জানা যায়, ব্যাংক ব্যাবস্থাপক শাখা খোলার বিষয়ে বৈধ দলিলাদি ও প্রমাণাদি দেখাতে না পারায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনাক্রমে ব্যাংকটিতে তালা লাগিয়ে দেওয়া হয়। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি