ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

নবাবগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩০, ২৩ আগস্ট ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বন্যাদূর্গত ২শ’দুস্থ খামারি ও কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  উপজেলা প্রশাসনের ব্যস্থাপনায় গবাদি পশুর জন্য গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার কঠুরী নৌকা ঘাট এলাকায় এসব বিতরণ করা হয়। খাদ্য কার্যক্রমের তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মনজু।

এসময় এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, বন্যায় যে সকল খামারি ও কৃষক পরিবার গবাদি পশুর খাদ্য নিয়ে সংকটে পড়েছেন তাদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা পৌছে দিয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি খামার ও কৃষক পরিবারে এসব সহায়তা পৌছে দেয়া হবে।

উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাছান আহমেদ, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদসহ পরিষদের সকল সদস্যবৃন্দ।
কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি