ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

১৬ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৫, ১৪ অক্টোবর ২০২০

কক্সবাজারে একটি ধর্ষণ মামলায় প্রায় ১৬ বছর পর জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) বিকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দীন এ আদেশ দেন। আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন চকরিয়া পৌর এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। 

স্পেশাল পিপি বদিউল আলম সিকদার জানান, আসামি জালাল উদ্দিন মামলার বাদীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে আর বিয়ে করেনি সে। তার একটি পুত্র সন্তানও রয়েছে। যার বয়স বর্তমানে ১৫ বছর। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় দিয়েছেন আদালত। দীর্ঘ ১৬ বছর পর ফরিয়াদি ওই নারী মামলার রায় পেয়ে অত্যন্ত সন্তুষ্ট।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি